শূন্যতা
- মারুফ সরকার মুন্না
জীবনের মানে?
একটি প্রশ্ন, উত্তরহীন।
শত প্রহরের ভাঁজে খুঁজে দেখি,
শূন্যের গভীরতাই একমাত্র সঙ্গী।
আলো, আঁধার, রঙ, গন্ধ—
সবই কি মায়া?
আকাশের নীলে জড়ানো কেবল
অন্ধকারের ছায়া।
স্রষ্টা?
তাকে তো খুঁজে পাইনি কোনো দিন।
শুধু এক অদৃশ্য শূন্যতা
গেঁথে রেখেছে অস্তিত্বের ময়ূরপঙ্খী বিন্দু।
পৃথিবীর যত গল্প, যত কল্পনা,
সব কি এক বিভ্রম?
একটি ভাঙা আয়নার টুকরোয় দেখি—
আমরা, আমাদের অস্থায়ী দহন।
তবু সময় চলে,
নদী বয়ে যায়, পাহাড় স্থির।
আমরা শুধু হেঁটে যাই শূন্যতার পথে,
বয়ে বেড়াই অস্তিত্বের জীর্ণ কীর্তি।
শূন্য কেবল এক মন্ত্র নয়,
এ এক দর্শন।
যেখানে ধ্বংসে নিহিত সৃষ্টি,
আর শূন্যতেই লুকিয়ে চিরকালীন অনন্ত।
No comments:
Post a Comment